এপ্রিল ফুল বা বোকা এবং গ্রানাডা পতন
প্রায় প্রতি বছর পহেলা এপ্রিল নিম্নলিখিত ঘটনার কিছু সংস্করণ ইন্টারনেটে মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়ে। এপ্রিল বোকা আমাদের অধিকাংশই প্রতিবছর এপ্রিল ফুল ডে পালন করে। কিন্তু আমাদের মধ্যে কতজন তার পেছনে লুকিয়ে থাকা তিক্ত ঘটনাগুলো জানে। প্রায় হাজার বছর আগে স্পেন মুসলিমরা শাসন করত। আর স্পেনের মুসলিম শক্তি এত শক্তিশালী ছিল যে মনে করা হতো যে স্পেন থেকে মুসলিমদের কতৃর্ত শেষ করা যাবে না। পশ্চিমের খ্রিস্টানরা বিশ্বের সব অংশ থেকে ইসলামকে মুছে ফেলতে চেয়েছিল এবং তারা বেশ কিছুটা সফল হয়েছিল। কিন্তু যখন তারা স্পেনের ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে তখন তারা ব্যর্থ হয়। বেশ কয়েকবার চেষ্টা করেও সফল হয়নি। কাফেররা তখন সেখানে গুপ্তচরবৃত্তির জন্য স্পেনের গুপ্তচরদের পাঠিয়েছিল এবং তারা যা বের করতে পারল সেটা হচ্ছে স্পেনের মুসলিমদের তাকওয়া বা খোদা ভীতি।তারা দেখল স্পেনের মুসলিমরা শুধু মুসলমানই নয় বরং তারা ইসলামের অনুশাসন মেনে চলে তাছাড়া তারা শুধু কুরআনই পড়েনা বরং কুরঅানের বিধি অনুসারে জীবন গঠন করে । যখন খ্রিস্টানরা মুসলমানদের তাকওয়ার শক্তি সম্পর্কে জানতে পারল তখন তারা এই শক্তিটি ভাঙার কৌশলগুলি নিয়...