মৃত্যুকে নিয়ে উপহাস এবং আমাদের যুব সমাজ
আফসোস!!!!
আজকে আমাদের মুসলমানিত্ব কোথায়? ধর্মে যেখানে মৃত্যুকে দৈনিক বারবার স্মরণ করার কথা বলা হয়েছে এবং মালাকুল মউত যেখানে দৈনিক ৫ বার মৃত্যুর বার্তা নিয়ে প্রত্যেক ঘরে হাজির হয় সেখানে আমরা মৃত্যুকে ঠাট্টায় পরিণত করে ফেলছি।যেখানে নবী রাসুল এবং আউলিয়া কেরামগণ মৃত্যু ভয়ে কান্নাকাটি করত সেখানে আমরা ফেসবুকের মাধ্যমে বিষয়টা নিয়ে রং তামাশায় মেতে আছি।আজকে আমাদের মুসলমান যুবাদের এই অধঃপতন দেখে চোখ না মুছে পারলামনা।
Comments
Post a Comment