এপ্রিল ফুল বা বোকা এবং গ্রানাডা পতন

প্রায় প্রতি বছর পহেলা এপ্রিল নিম্নলিখিত ঘটনার কিছু সংস্করণ ইন্টারনেটে মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়ে। 

এপ্রিল বোকা

আমাদের অধিকাংশই প্রতিবছর এপ্রিল ফুল ডে পালন করে। কিন্তু আমাদের মধ্যে কতজন তার পেছনে লুকিয়ে থাকা তিক্ত ঘটনাগুলো জানে। প্রায় হাজার বছর আগে স্পেন মুসলিমরা শাসন করত। আর স্পেনের মুসলিম শক্তি এত শক্তিশালী ছিল যে মনে করা হতো যে স্পেন থেকে মুসলিমদের কতৃর্ত শেষ করা যাবে না। পশ্চিমের খ্রিস্টানরা বিশ্বের সব অংশ থেকে ইসলামকে মুছে ফেলতে চেয়েছিল এবং তারা বেশ কিছুটা সফল হয়েছিল। কিন্তু যখন তারা স্পেনের ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে তখন তারা ব্যর্থ হয়। বেশ কয়েকবার চেষ্টা করেও সফল হয়নি। কাফেররা তখন সেখানে গুপ্তচরবৃত্তির জন্য স্পেনের গুপ্তচরদের পাঠিয়েছিল এবং তারা যা বের করতে পারল সেটা হচ্ছে স্পেনের মুসলিমদের তাকওয়া বা খোদা ভীতি।তারা দেখল স্পেনের মুসলিমরা শুধু মুসলমানই নয় বরং তারা ইসলামের অনুশাসন মেনে চলে তাছাড়া তারা শুধু কুরআনই পড়েনা বরং কুরঅানের বিধি অনুসারে জীবন গঠন করে । যখন খ্রিস্টানরা মুসলমানদের তাকওয়ার শক্তি  সম্পর্কে জানতে পারল তখন তারা এই শক্তিটি ভাঙার কৌশলগুলি নিয়ে ভাবতে শুরু করল। তাই তারা স্পেন থেকে বিনামূল্যে মদ ও সিগারেট পাঠাতে শুরু করল। এই কৌশলে কাজ হয় এবং এটি বিশেষ করে স্পেনের তরুণ প্রজন্মের মুসলমানদের বিশ্বাস দুর্বল করে ফেলে।


ফলস্বরূপ পশ্চিমা খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করে এবং পুরো স্পেনকে জয় করে স্পেনের মুসলিমদের আট হাজার বছরের শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়। মুসলমানদের শেষ দুর্গটি গ্রেনেডা যা বিজিত  হয়েছিল এপ্রিল মাসের 1 তারিখ। প্রতিবছর তারা পহেলা এপ্রিল fool day হিসেবে দিনটিকে উদযাপন করে, এই দিনে তারা মুসলমানদের বোকা বানিয়েছিল। তারা কেবলমাত্র  মুসলমান বাহিনীকে বোকা বানায়নি বরং সমগ্র মুসলিম উম্মাহকে বোকা বানিয়েছিল।


আমরা, মুসলমানরা অবিশ্বাসীদের দ্বারা বারবার বোকা বনে যায়। প্রিয় ভাই ও বোন, আমরা যখন এই উদযাপনে যোগদান করি, তখন আমরা অজ্ঞতা থেকে তা করি। যদি আমরা জানতাম এ সম্পর্কে আমরা আমাদের নিজস্ব পতন উদযাপন করতে পারতাম না। তাই এখন, আমরা এটি সম্পর্কে সচেতন, এবং এখন আমাদের এই প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা এই দিনটি কখনও উদযাপন করব না। স্পেনের জনগণের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

যদিও ঘটনাটিকে  সম্পূর্ণ মিথ্যা বলা হয়ে থাকে।সত্যি ঘটনা কি আল্লাহ ভাল জানেন।কিন্তু স্পেনে মুসলিম নিধনের যে একটা রক্তিম ইতিহাস আছে সেটা দিবালোকের ন্যায় পরিস্কার।অষ্টম শতাব্দীতে স্পেনে মুসলমানদের মাধ্যমে যে জ্ঞান বিজ্ঞান, সাহিত্য সংস্কৃতির আলো ছড়িয়ে পড়ছিল তাহা ইউরোপের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছিল।আপসোস আজ স্পেন আমাদের নেই।

যেহেতু দিনটির একটি কালো দিক আছে তাই আমাদের উচিত দিনটি উদযাপন না করা।



Comments

Popular posts from this blog

ওয়াহাবী মতবাদ বিস্তারে আমেরিকার হাত থাকার কথা স্বীকার করলো সৌদি যুবরাজ

মৃত্যুকে নিয়ে উপহাস এবং আমাদের যুব সমাজ